Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অজন সমূহ

* সুষ্ঠ ও আধুনিক বিপণন ব্যবস্থা অব্যহত রাখার লক্ষ্যে প্রচলিত বাংলাদেশ কৃষি পণ্যে বাজার নিয়ন্ত্রণ আইন, ১৯৬৪ (সংশোধিত,১৯৮৫) এর যথাযথ প্রয়োগের মাধ্যমে ৯টি নিয়ন্ত্রিত বাজারের বাজার কারবারীদের মধ্যে লাইসেন্স ইস্যু/নবায়নের বাবদ সরকারী কোষাগারে ২০১৮-১৯ অর্থ বছরে ২,২৭,৯০০/- (দুই লক্ষ সাতাশ হাজার নয়শত) টাকা জমা প্রদান করা হয়েছে।

 

* বাজার সংযোগ স্থাপন ও কৃষকদের দরকষাকষির ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প ও কর্মসূচির আওতায় কর্তনোত্তর প্রযুক্তি, ফল প্রক্রিয়াজাতকরণ, শাক-সবজি প্যাকেট জাত করণ ও মূল্য সংযোজন বিষয়ে সর্বোমট ২০০ জন কৃষক/উদ্যোক্তা/বাজারকারবারী/বাজার কমিটির সদস্যগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

* কৃষকদের বিপণন অবকাঠামো সুবিধা প্রদানের লক্ষ্যে প্রকল্প/কর্মসূচির আওতায় ২টি এসেম্বল সেন্টার নির্মাণ করা হয়েছে। এ সকল এসেম্বল সেন্টারে কৃষক ও ব্যবসায়ী সরাসরি পণ্যে বিক্রয়ের সুবিধা পাচ্ছে।

 

* অধিদপ্তরের আওতায় বসত বাড়ীতে আলু সংরক্ষোণ প্রক্রিয়াজাতকরণ ও আলু উৎপাদনকারী এলাকায় স্বল্প খরচে গৃহপর্যায়ে আলু সংরক্ষোণের জন্য ২টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে।

* কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক “অনলাইন প্রাইস মনিটরিং সংক্রান্ত ইলেক্টনিক্স ডিসপ্লে বোর্ড স্থাপন” শীষক কর্মসূচির আওতায় অত্র জেলায় একটি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।