Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কৃষি বিপণন অধিদপ্তর

সংক্ষিপ্ত পরিচিত :

 

পটভূমি : অবিভক্ত ভারত উপমহাদেশে ১৯২৮ সনের ‘রয়েল কমিশন অন এগ্রিকালচারাল’ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল প্রদানের লক্ষ্যে একটি ব্যাপক ভিত্তিক কৃষি বিপণন কাঠামো সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করে। উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখে উৎপাদকদের উৎসাহব্যঞ্জক মূল্য প্রদানের জন্য কমিশন কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে।

 

অধিদপ্তরের সুষ্টি :

 

* নয়াদিল্লিতে সদর দপ্তর করে ১৯৩৪ সনে এগ্রিকালচারাল মার্কেটিং এডভাইজার নিয়োগ করা হয়। অতঃপর ১৯৩৫ সনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক পর্যায়ে মার্কেটিং ষ্টাফ নিয়োগ করা হয়।

 

* ১৯৪৩ সনে অবিভক্ত বাংলায় মার্কেটিং ডিপাটমেন্ট স্থায়ী করা হয় এবং সিনিয়র মার্কেটিং অফিসারের পদবীকে ডাইরেক্টর অবি এগ্রিকালচারাল মার্কেটিং এ রূপান্তর করা হয়।

 

* ১৯৮২ সন পযন্ত কৃষি বিপণন অধিদপ্তরের নাম ছিল “কৃষি বাজার পরিদপ্তর”।

 

* ১৯৮২ সনে এনাম কমিটি কর্তৃক কৃষি বিপণন অধিদপ্তরকে পুণগঠন করা হয় এবং ১৯৮৩ সনে যে সকল পরিদপ্তরের অফিস প্রধানের বেতন স্কেল যুগ্ন-সচিব বা তদূধ পদমর্যাদার ছিল, সে সকল পরিদপ্তরকে সরকার “অধিদপ্তর” হিসেবে ঘোষণা করে।